শিক্ষা বোর্ড যশোর - 2017
উচ্চতর গণিত ( বহুনির্বাচনি )
[2017 সালের সিলেবাস অনুযায়ী ]
দ্বিতীয় পত্র বহুনির্বাচনি
বিষয় কোডঃ 266
সময়-২৫ মিনিট
পূর্ণমান-২৫
[ দ্রষ্টব্যঃ সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমুহ হতে সিঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়ন্ট কলম দ্বারা সম্পুর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মাণ ১। প্রশ্নপত্রে কোন প্রকার দাগ/ চিহ্ন দেওয়া যাবে না। ]
১। \(11N\) ও \(13N\) বলদ্বয় পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে লব্ধির মাণ কত হবে?
\(2\sqrt{6} N\)
\(24 N\)
\(\sqrt{290} N\)
\(290 N\)
\(11N\) ও \(13N\) বলদ্বয় পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে লব্ধির মাণ,
\(=\sqrt{11^2+13^2+2.11.13\cos{90^{o}}}N\)
\(=\sqrt{121+169+289.0}N\)
\(=\sqrt{290+0}N\)
\(=\sqrt{290}N\)
উত্তরঃ ( খ )

২। \(2x^3-3x^2-3x+2=0\) এর মূলগুলি \(\alpha, \ \beta, \ \gamma\) হলে, \(\sum{\alpha \beta}\) এর মাণ কত?
\(-\frac{3}{2}\)
\(1\)
\(-1\)
\(\frac{3}{2}\)
\(2x^3-3x^2-3x+2=0\) এর মূলগুলি \(\alpha, \ \beta, \ \gamma\) হলে,
\(\alpha\beta+\beta\gamma+\alpha\gamma=\frac{-3}{2}\)
\(\therefore \sum{\alpha\beta}=-\frac{3}{2}\)
উত্তরঃ ( ক )

নিচের উদ্দীপকের আলোকে ৩ এবং ৪ নং প্রশ্নের উত্তর দাওঃ
question
৩। ছায়াঘেরা অংশটি কোনো যোগাশ্রয়ী প্রোগ্রামের সম্ভাব্য অঞ্চল হলে, শর্তাবলী কোনটি?
\(6x+5y\ge{30}; \ x, \ y>0\)
\(6x+5y\ge{30}; \ x, \ y\ge{0}\)
\(6x+5y\le{30}; \ x, \ y>0\)
\(6x+5y\le{30}; \ x, \ y\ge{0}\)
question
চিত্র হতে ইহা স্পষ্ট যে, ছায়াঘেরা অংশটি 'ঘ' অপশনকে সমর্থন করে।
উত্তরঃ ( ঘ )

৪। যোগাশ্রয়ী প্রোগ্রামেটির উদ্দেশ্য ফাংশনটি \(z=2y-x\) হলে \(z \) এর সর্বোচ্চ মাণ কত?
\(10\)
\(16\)
\(12\)
\(17\)
question
চিত্র হতে ইহা স্পষ্ট যে, প্রগ্রামটির অনুকূল বিন্দুগুলি \((5, 0), \ (0, 6), \ (0, 0)\)
\((0, 6)\) বিন্দুর জন্য \(z=2\times{6}-0\)
\(=12\) ইহাই সর্বোচ্চ।
উত্তরঃ ( খ )

৫। \(3x^2+x+2=0\) এর ক্ষেত্রে-
\(i.\) মূলদ্বয় বাস্তব ও সমান
\(ii.\) মূলদ্বয়ের যোগফল \(-\frac{1}{3}\)
\(iii.\) মূলদ্বয়ের গুণফল \(\frac{2}{3}\)
নিচের কোনটি সঠীক?
\(i.\) ও \(ii.\)
\(ii.\) ও \(iii.\)
\(i.\) ও \(iii.\)
\(i.\), \(ii.\) ও \(iii.\)
\(3x^2+x+2=0\) এর ক্ষেত্রে-
\(D=b^2-4ac\)
\(=1^2-4\times{3}\times{2}\)
\(=1-24\)
\(=-23<0\)
\(\therefore \) মূলদ্বয় কাল্পনিক
\(\therefore (i)\) নং বাক্যটি সত্য নয়।
মূলদ্বয়ের যোগফল \(=-\frac{1}{3}\)
\(\therefore (ii)\) নং বাক্যটি সত্য।
মূলদ্বয়ের গুণফল \(=\frac{2}{3}\)
\(\therefore (iii)\) নং বাক্যটি সত্য।
উত্তরঃ ( গ )

৬। \(\sec^{-1}{\frac{25}{24}}+\sin^{-1}{\frac{24}{25}}\) এর মাণ কত?
\(-\pi\)
\(\frac{\pi}{2}\)
\(-\frac{\pi}{2}\)
\(\pi\)
\(\sec^{-1}{\frac{25}{24}}+\sin^{-1}{\frac{24}{25}}\)
\(=\cos^{-1}{\frac{24}{25}}+\sin^{-1}{\frac{24}{25}}\)
\(=\frac{\pi}{2}, \ \because \cos^{-1}{x}+\sin^{-1}{x}=\frac{\pi}{2}\)
উত্তরঃ ( গ )

৭। \(-1+i\) এর মুখ্য আর্গুমেন্ট কোনটি?
\(-\frac{3\pi}{4}\)
\(\frac{3\pi}{4}\)
\(-\frac{\pi}{4}\)
\(\frac{5\pi}{4}\)
\(-1+i\) এর ক্ষেত্রে
\(x=-1, \ y=1\)
\(\therefore (-1, 1)\) বিন্দুটি দ্বিতীয় চৌকোণে অবস্থিত।
\(\therefore -1+i\) এর মুখ্য আর্গুমেন্ট,
\(=\pi-\tan^{-1}{\left|\frac{1}{-1}\right|}\)
\(=\pi-\tan^{-1}{1}\)
\(=\pi-\tan^{-1}{\tan{\frac{\pi}{4}}}\)
\(=\pi-\frac{\pi}{4}\)
\(=\frac{4\pi-\pi}{4}\)
\(=\frac{3\pi}{4}\)
উত্তরঃ ( গ )

৮। \(y^2=12x\) পরাবৃত্তের উপরিস্থিত বিন্দু \(P\) এর কটি \(12\) হলে, \(P\) বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব কত?
\(9\)
\(15\)
\(12\)
\(16\)
\(y^2=12x\)
এখানে, \(4a=12\)
\(\therefore a=3\)
\(\therefore \) উপকেন্দ্র \(S(3, 0)\)
\(P\) এর কটি \(12\) , অর্থাৎ \(P(x,12)\)
\(y^2=12x\)
\(\Rightarrow 12^2=12x\)
\(\Rightarrow 12=x\)
\(\therefore x=12\)
\(\therefore P\) বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব \(=a+|x|\)
\(=3+|12|\)
\(=3+12\)
\(=15\)
উত্তরঃ ( গ )

৯। \(30\) মিটার দৈর্ঘ্যবিশীষ্ট \(AB\) দন্ডের \(A\) প্রান্তে \(20\) কেজি ওজন ও \(B\) প্রান্তে \(P\) কেজি ওজন ঝুলানো আছে। এদের লব্ধি \(C\) বিন্দুতে ক্রিয়াশীল। \(AC\)এর দৈর্ঘ্য \(20\) মিটার হলে, \(P\) বলটির মাণ কত?
\(10 N\)
\(40 N\)
\(30 N\)
\(50 N\)
\(30\) মিটার দৈর্ঘ্যবিশীষ্ট \(AB\) দন্ডের \(A\) প্রান্তে \(20\) কেজি ওজন ও \(B\) প্রান্তে \(P\) কেজি ওজন ঝুলানো আছে। এদের লব্ধি \(C\) বিন্দুতে ক্রিয়াশীল। \(AC\)এর দৈর্ঘ্য \(20\) মিটার
\(AC.20=BC.P\)
\(\Rightarrow \frac{AC}{BC}=\frac{P}{20}\)
\(\Rightarrow \frac{AC}{AC+BC}=\frac{P}{P+20}\)
\(\Rightarrow \frac{AC}{AB}=\frac{P}{P+20}\)
\(\Rightarrow \frac{20}{30}=\frac{P}{P+20}\)
\(\Rightarrow \frac{2}{3}=\frac{P}{P+20}\)
\(\Rightarrow 3P=2P+40\)
\(\Rightarrow 3P-2P=40\)
\(\therefore P=40N\)
উত্তরঃ ( গ )

১০। \(\frac{y^2}{4}-\frac{x^2}{5}=1\) অধিবৃত্তের ক্ষেত্রে-
\(i.\) আড় অক্ষের দৈর্ঘ্য \(4\) একক
\(ii.\) শীর্ষবিন্দুর স্থানাঙ্ক \((\pm{\sqrt{5}}, 0)\)
\(iii.\) উৎকেন্দ্রিকতা \(\frac{3}{2}\)
নিচের কোনটি সঠীক?
\(i.\) ও \(ii.\)
\(ii.\) ও \(iii.\)
\(i.\) ও \(iii.\)
\(i.\), \(ii.\) ও \(iii.\)
\(\frac{y^2}{4}-\frac{x^2}{5}=1\) অধিবৃত্তের ক্ষেত্রে-
\(b^2=4, \ a^2=5\)
\(\therefore b=2, \ a=\sqrt{5}\)
আড় অক্ষের দৈর্ঘ্য \(=|2b|\)
\(=|2\times{2}|\)
\(=|4|\)
\(=4\)
\(\therefore (i)\) নং বাক্যটি সত্য।
শীর্ষবিন্দুর স্থানাঙ্ক \((0, \pm{b})\)
\(\therefore (0, \pm{2})\)
\(\therefore (ii)\) নং বাক্যটি সত্য নয়।
\(=\sqrt{1+\frac{a^2}{b^2}}\)
\(=\sqrt{1+\frac{5}{4}}\)
\(=\sqrt{\frac{4+5}{4}}\)
\(=\sqrt{\frac{9}{4}}\)
\(=\frac{3}{2}\)
\(\therefore (iii)\) নং বাক্যটি সত্য।
উত্তরঃ ( খ )

নিচের সমীকরণের আলোকে ১১ এবং ১২ নং প্রশ্নের উত্তর দাওঃ
\(5x^2+7y^2=1\)
১১। উপবৃত্তটির বৃহদাক্ষের দৈর্ঘ্য কত?
\(\frac{2}{\sqrt{5}}\)
\(\frac{2}{\sqrt{7}}\)
\(\frac{2}{5}\)
\(\frac{2}{7}\)
\(5x^2+7y^2=1\)
\(\Rightarrow \frac{x^2}{\frac{1}{5}}+\frac{y^2}{\frac{1}{7}}=1\)
এখানে, \(a^2=\frac{1}{5}, \ b^2=\frac{1}{7}\)
\(\therefore a=\frac{1}{\sqrt{5}}, \ b=\frac{1}{\sqrt{7}}, \ \therefore a>b\)
\(\therefore \) বৃহদাক্ষের দৈর্ঘ্য \(=|2a|\)
\(=|2\times{\frac{1}{\sqrt{5}}}|\)
\(=|\frac{2}{\sqrt{5}}|\)
\(=\frac{2}{\sqrt{5}}\)
উত্তরঃ ( ক )

১২। উপবৃত্তটির উৎকেন্দ্রতা কত?
\(\sqrt{\frac{2}{7}}\)
\(\frac{2\sqrt{3}}{\sqrt{7}}\)
\(\frac{2}{7}\)
\(\frac{2\sqrt{3}}{7}\)
\(5x^2+7y^2=1\)
\(\Rightarrow \frac{x^2}{\frac{1}{5}}+\frac{y^2}{\frac{1}{7}}=1\)
এখানে, \(a^2=\frac{1}{5}, \ b^2=\frac{1}{7}\)
\(\therefore a=\frac{1}{\sqrt{5}}, \ b=\frac{1}{\sqrt{7}}, \ \therefore a>b\)
\(\therefore \) উৎকেন্দ্রতা \(=\sqrt{1-\frac{b^2}{a^2}}\)
\(=\sqrt{1-\frac{\frac{1}{7}}{\frac{1}{5}}}\)
\(=\sqrt{1-\frac{5}{7}}\)
\(=\sqrt{\frac{7-5}{7}}\)
\(=\sqrt{\frac{2}{7}}\)
উত্তরঃ ( ক )

১৩। \(2, \ 3, \ 4, \ 7\) সংখ্যা চারটির গড় ব্যবধান কত?
\(0\)
\(\frac{3}{2}\)
\(\frac{2}{3}\)
\(4\)
\(2, \ 3, \ 4, \ 7\) সংখ্যা চারটির গড় \(=\frac{2+3+4+7}{4}\)
\(=\frac{16}{4}\)
\(=4\)
সংখ্যা চারটির গড় ব্যবধান \(=\frac{(4-2)+(4-3)+(4-4)+(7-4)}{4}\)
\(=\frac{2+1+0+3}{4}\)
\(=\frac{6}{4}\)
\(=\frac{3}{2}\)
উত্তরঃ ( গ )

১৪। একটি বিন্দুতে \(3N, \ 5N\) ও \(7N\) মানের তিনটি বল ভিন্ন ভিন্ন রেখা বরবর ক্রিয়ারত থেকে সাম্যাবস্থার সৃষ্টি করেছে। ক্ষুদ্রতর বল দুইটির অন্তর্ভুক্ত কোণ কত?
\(60^{o}\)
\(\cos^{-1}{\left(\frac{31}{42}\right)}\)
\(120^{o}\)
\(\cos^{-1}{\left(\frac{17}{14}\right)}\)
একটি বিন্দুতে \(3N, \ 5N\) ও \(7N\) মানের তিনটি বল ভিন্ন ভিন্ন রেখা বরবর ক্রিয়ারত থেকে সাম্যাবস্থার সৃষ্টি করেছে।
ক্ষুদ্রতর বল দুইটি \(3N, \ 5N\) এবং অন্তর্ভুক্ত কোণ \(\theta\)
সাম্যাবস্থার শর্তানুযায়ী \(3^2+5^2+2\times{3}\times{5}\cos{\theta}=7^2\)
\(\Rightarrow 9+25+30\cos{\theta}=49\)
\(\Rightarrow 34+30\cos{\theta}=49\)
\(\Rightarrow 30\cos{\theta}=49-34\)
\(\Rightarrow 30\cos{\theta}=15\)
\(\Rightarrow \cos{\theta}=\frac{15}{30}\)
\(\Rightarrow \cos{\theta}=\frac{1}{2}\)
\(\Rightarrow \cos{\theta}=\cos{60^{o}}\)
\(\therefore \theta=60^{o}\)
উত্তরঃ ( ক )

১৫। \((1+3x)^{17}\) এর বিস্তৃতিতে-
\(i.\) পদের সংখ্যা \(18\)
\(ii.\) মধ্যপদ দুইটি
\(iii.\) \(x^{6}\) এর সহগ \(^{17}C_{6}.3^{6}\)
নিচের কোনটি সঠীক?
\(i.\) ও \(ii.\)
\(ii.\) ও \(iii.\)
\(i.\) ও \(iii.\)
\(i.\), \(ii.\) ও \(iii.\)
\((1+3x)^{17}\) এর বিস্তৃতিতে-
পদের সংখ্যা \(=17+1\)
\(=18\)
\(\therefore (i)\) নং বাক্যটি সত্য।
এখানে, \((17)\) একটি বিজোড় সংখ্যা
\(\therefore \) মধ্যপদ হবে দুইটি।
\(\therefore (ii)\) নং বাক্যটি সত্য।
আবার, \(^{17}C_{6}(3x)^{6}\)
\(=^{17}C_{6}(3)^{6}x^{6}\)
\(\therefore x^{6}\) এর সহগ \(^{17}C_{6}.3^{6}\)
\(\therefore (iii)\) নং বাক্যটি সত্য।
উত্তরঃ ( ঘ )

নিচের উদ্দীপকের আলোকে ১৬ এবং ১৭ নং প্রশ্নের উত্তর দাওঃ
একজন ক্রিকেটার একটি ক্রিকেট বলকে আনুভূমিকের সাথে \(60^{o}\) কোণে \(20m/sec\) বেগে আঘাত করল।
১৬। বলটির বিচরণকাল কত?
\(\frac{10}{g}\) সে.
\(\frac{20}{g}\) সে.
\(\frac{10\sqrt{3}}{g}\) সে.
\(\frac{20\sqrt{3}}{g}\) সে.
একজন ক্রিকেটার একটি ক্রিকেট বলকে আনুভূমিকের সাথে \(60^{o}\) কোণে \(20m/sec\) বেগে আঘাত করল।
বলটির বিচরণকাল \(T=\frac{2u\sin{\theta}}{g}\)
\(=\frac{2\times{20}\sin{60^{o}}}{g}\)
\(=\frac{40\times{\frac{\sqrt{3}}{2}}}{g}\)
\(=\frac{20\sqrt{3}}{g}\)
উত্তরঃ ( ঘ )

১৭। বলটি ভূমি হতে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে?
\(\frac{50}{g}\) মি.
\(\frac{150}{g}\) মি.
\(\frac{100}{g}\) মি.
\(\frac{300}{g}\) মি.
একজন ক্রিকেটার একটি ক্রিকেট বলকে আনুভূমিকের সাথে \(60^{o}\) কোণে \(20m/sec\) বেগে আঘাত করল।
সর্বোচ্চ উচ্চতা \(H=\frac{u^2\sin^2{\theta}}{2g}\)
\(=\frac{(20)^2\sin^2{60^{o}}}{2g}\)
\(=\frac{400\times{\left(\frac{\sqrt{3}}{2}\right)^2}}{2g}\)
\(=\frac{400\times{\frac{3}{4}}}{2g}\)
\(=\frac{100\times{3}}{2g}\)
\(=\frac{50\times{3}}{g}\)
\(=\frac{150}{g}\) মি.
উত্তরঃ ( গ )

১৮। \(8>2x\ge{-3}\) এর সমাধানে পূর্ণসংখ্যা কয়টি?
\(3\)
\(5\)
\(4\)
\(6\)
\(8>2x\ge{-3}\)
\(\Rightarrow \frac{8}{2}>\frac{2x}{2}\ge{-\frac{3}{2}}\)
\(\Rightarrow 4>x\ge{-\frac{3}{2}}\)
\(\Rightarrow 4>3, \ 2, \ 1, \ 0, \ -1>-\frac{3}{2} ; \ x\) পূর্ণসংখ্যা হলে,
\(\therefore x=3, \ 2, \ 1, \ 0, \ -1\)
\(\therefore \) সমাধান পূর্ণসংখ্যা \(5\) টি
উত্তরঃ ( গ )

১৯। \( 2\cos{\frac{\theta}{5}}+1=0\) এর সাধারণ সমাধান কোনটি?
\((2n+1)\frac{5\pi}{3}\)
\(10n\pi\pm{\frac{10\pi}{3}}\)
\((2n+1)\frac{10\pi}{3}\)
\(10n\pi\pm{\frac{5\pi}{3}}\)
\(2\cos{\frac{\theta}{5}}+1=0\)
\(\Rightarrow 2\cos{\frac{\theta}{5}}=-1\)
\(\Rightarrow \cos{\frac{\theta}{5}}=-\frac{1}{2}\)
\(\Rightarrow \cos{\frac{\theta}{5}}=\cos{\frac{2\pi}{3}}\)
\(\Rightarrow \frac{\theta}{5}=2n\pi\pm{\frac{2\pi}{3}}\)
\(\therefore \theta=10n\pi\pm{\frac{10\pi}{3}}\)
উত্তরঃ ( গ )

২০। \(i^{-70}+1\) এর মাণ কোনটি?
\(0\)
\(11-60i\)
\(2\)
\(1+i\)
\(i^{-70}+1\)
\(=\frac{1}{i^{70}}+1\)
\(=\frac{1}{(i^{2})^{35}}+1\)
\(=\frac{1}{(-1)^{35}}+1\)
\(=\frac{1}{-1}+1\)
\(=-1+1\)
\(=0\)
উত্তরঃ ( ক )

২১। \((x-4)(x-5)>0\) এর সমাধান কোনটি?
\(x\gt{4}\) এবং \(x\lt{5}\)
\(x\lt{4}\) এবং \(x\gt{5}\)
\(x\lt{4}\)
\(x\gt{4}\)
\((x-4)(x-5)>0\)
\(\Rightarrow x-4>0, \ x-5>0\) অথবা \(x-4<0, \ x-5<0\)
\(\Rightarrow x>4, \ x>5\) অথবা \(x<4, \ x<5\)
\(\Rightarrow x>5\) অথবা \(x<4\)
\(\therefore 4>x\) অথবা \(x>5\)
উত্তরঃ ( খ )

২২। একটি লুডুর গুটি পরপর \(3\) বার নিক্ষেপ করা হলে \(3\) বারই ছয় উঠার সম্ভাবনা কত?
\(\frac{1}{216}\)
\(\frac{1}{6}\)
\(\frac{1}{72}\)
\(\frac{1}{2}\)
একটি লুডুর গুটি পরপর \(3\) বার নিক্ষেপ করা হলে \(3\) বারই ছয় উঠার সম্ভাবনা ,
\(=\frac{1}{6}\times{\frac{1}{6}}\times{\frac{1}{6}}\)
\(=\frac{1}{216}\)
উত্তরঃ ( ক )

২৩। \(\frac{1}{\sqrt{1-7x}}\) এর বিস্তৃতিতে \(x^2\) এর সহগ-
\(-\frac{147}{4}\)
\(\frac{147}{8}\)
\(-\frac{147}{8}\)
\(\frac{147}{4}\)
\(\frac{1}{\sqrt{1-7x}}\)
\(=\frac{1}{(1-7x)^{\frac{1}{2}}}\)
\(=(1-7x)^{-\frac{1}{2}}\)
\(=1+\frac{1}{2}\times{7x}+\frac{-\frac{1}{2}\left(-1-\frac{1}{2}\right)}{2!}(-7x)^2+....\)
\(=1+\frac{7}{2}x+\frac{\frac{1}{2}\left(1+\frac{1}{2}\right)}{2!}\times{49}x^2+....\)
\(x^2\) এর সহগ \(=\frac{\frac{1}{2}\left(1+\frac{1}{2}\right)}{2!}\times{49}\)
\(=\frac{\frac{1}{2}\times{\frac{2+1}{2}}}{2!}\times{49}\)
\(=\frac{\frac{1}{2}\times{\frac{3}{2}}}{2!}\times{49}\)
\(=\frac{\frac{3}{4}}{2}\times{49}\)
\(=\frac{3}{8}\times{49}\)
\(=\frac{147}{8}\)
উত্তরঃ ( গ )

২৪। \(\omega\) এককের একটি কাল্পনিক ঘনমূল হলে, \(\omega^{92}+\omega^{16}\) এর মাণ কত?
\(-1\)
\(-\omega^2\)
\(-\omega\)
\(2\omega\)
\(\omega\) এককের একটি কাল্পনিক ঘনমূল হলে,
\(\omega^3=1\) এবং \(\omega^2+\omega+1=0\) হয়।
এখন, \(\omega^{92}+\omega^{16}\)
\(=\omega^{90}.\omega^2+\omega^{15}.\omega\)
\(=(\omega^{3})^{30}.\omega^2+(\omega^{3})^5.\omega\)
\(=(1)^{30}.\omega^2+(1)^5.\omega\)
\(=1.\omega^2+1.\omega\)
\(=\omega^2+\omega\)
\(=\omega^2+\omega+1-1\)
\(=0-1\)
\(=-1\)
উত্তরঃ ( ক )

২৫। \(1+\sqrt{2}\) মূলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনটি?
\(x^2-2x-1=0\)
\(x^2-2x+1=0\)
\(x^2+2x-1=0\)
\(x^2+2x+1=0\)
\(1+\sqrt{2}\) মূলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অপর মূলটি \(1-\sqrt{2}\)
\(\therefore \) সমীকরণটি,
\(x^2-(1+\sqrt{2}+1-\sqrt{2})x+(1+\sqrt{2})(1-\sqrt{2})=0\)
\(\Rightarrow x^2-(2)x+(1)^2-(\sqrt{2})^2=0\)
\(\Rightarrow x^2-2x+1-2=0\)
\(\therefore x^2-2x-1=0\)
উত্তরঃ ( ক )