অংশায়ন পদ্ধতিতে যোগজীকরণ
Integration by parts
barcode
এ অধ্যায়ের পাঠ্যসূচী
অংশায়ন পদ্ধতিতে যোগজীকরণ
Integration by parts
যখন প্রতিস্থাপন সহ আর সকল কৌশল যোগজফল নির্ণয়ে ব্যার্থ ঠিক সেই ক্ষেত্রে এটি একটি বিশেষ পদ্ধতি। ইহার সাহায্যে দুইটি ফাংশন-এর গুনফলের যোগজীকরণ করা হয়।
অংশায়ন সূত্র
Participation formula
যোজ্যরাশিকে দুইটি ফাংশনে বিভক্ত করে যোগজ নির্ণয় করা হয় বলে এ পদ্ধতিকে যোগজীকরণের অংশায়ন সূত্র বলে। দুইটি ফাংশন-এর গুণনের অন্তরীকরণ নির্ণয়ের ক্ষেত্রে যে কোনো একটিকে \(u\) এবং অপরটিকে \(v\) ধরে অন্তরজ নির্ণয় করা যায়। কিন্তু যোগজীকরণের ক্ষেত্রে নির্দিষ্ট একটি ফাংশনকে \(u\) এবং অপরটিকে \(v\) বিবেচনা করতে হয়।
\((uv)\) এর যোগজীকরণ
Integration of \((uv)\)
যদি \(u\) এবং \(v\) উভয়েই \(x\) এর ফাংশন হয় তবে,
\(\int{(uv)dx}=u\int{vdx}-\int{\left\{\frac{d}{dx}(u)\int{vdx}\right\}dx}\)

\(LIATE\) পদ্ধতি
\(LIATE\) Method
দুইটি ফাংশন-এর গুণনের অন্তরীকরণ নির্ণয়ের ক্ষেত্রে যে কোনো একটিকে \(u\) এবং অপরটিকে \(v\) ধরে অন্তরজ নির্ণয় করা যায়। কিন্তু যোগজীকরণের ক্ষেত্রে নির্দিষ্ট একটি ফাংশনকে \(u\) এবং অপরটিকে \(v\) বিবেচনা করতে হয়। এ ক্ষেত্রে যোজ্যরাশির ফাংশণ দুইটিকে \(LIATE\) শব্দের অক্ষরগুলির ক্রমানুযায়ী সাজিয়ে প্রথমটিকে \(u\) এবং দ্বিতীয়টিকে \(v\) বিবেচনা করা সহজ হয়।
\(LIATE\) শব্দের অক্ষরগুলির বিশ্লেষণ নিম্নরূপঃ
\(L\rightarrow Logarithm \ function \ \ ( \ \ln{|x|},\ \log{|x|} ... )\)
\(I\rightarrow Inverse \ trigonometric \ function \ \ ( \ \sin^{-1}{x},\) \(\cos^{-1}{x}, \ \tan^{-1}{x} ... )\)
\(A\rightarrow Algebric \ function \ \ ( \ x^3, \ x^2+3x \ ... )\)
\(T\rightarrow trigonometric \ function \ \ ( \ \sin{x}, \ \cos{x} \ ... )\)
\(E\rightarrow Exponential \ function \ \ ( \ e^{x}, \ a^{x} \ ... )\)
\(\ln{|x|}\) এবং \(log{|x|}\) এর যোগজীকরণ
Integration of \(\ln{|x|}\) and \(log{|x|}\)
\(\ln{|x|}\) এর যোগজীকরণ
\(log{|x|}\) এর যোগজীকরণ

\(\sin^{-1}{x}\) এবং \(\cos^{-1}{x}\) এর যোগজীকরণ
Integration of \(\sin^{-1}{x}\) and \(\cos^{-1}{x}\)
\(\sin^{-1}{x}\) এর যোগজীকরণ
\(\cos^{-1}{x}\) এর যোগজীকরণ

\(\tan^{-1}{x}\) এবং \(cosec^{-1}{x}\) এর যোগজীকরণ
Integration of \(\tan^{-1}{x}\) and \(cosec^{-1}{x}\)
\(\tan^{-1}{x}\) এর যোগজীকরণ
\(cosec^{-1}{x}\) এর যোগজীকরণ

\(\sec^{-1}{x}\) এবং \(\cot^{-1}{x}\) এর যোগজীকরণ
Integration of \(\sec^{-1}{x}\) and \(\cot^{-1}{x}\)
\(\sec^{-1}{x}\) এর যোগজীকরণ
\(\cot^{-1}{x}\) এর যোগজীকরণ

\(\int{(uv)dx}\) এর যোগজীকরণে পুনরাবৃত্তি
Iteration in integration of \(\int{(uv)dx}\)
\(\int{(uv)dx}\) সূত্র প্রয়োগ করে যোগজীকরণ করতে গিয়ে যদি প্রদত্ত যোজ্যরাশির পুনরাবৃত্তি ঘটে, সে ক্ষেত্রে যোগজটিকে \(I\) ধরে সমাধান করতে হয়।
যেমনঃ
\(\int{e^x\sin{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
\(e^{ax}\sin{bx}\) এর যোগজীকরণ
Integration of \(e^{ax}\sin{bx}\).
যোগজীকরণের সূত্র
\(\int{e^{ax}\sin{bx}dx}=\frac{e^{ax}}{a^2+b^2}(a\sin{bx}-b\cos{bx})+c\)
\(e^{ax}\cos{bx}\) এর যোগজীকরণ
Integration of \(e^{ax}\cos{bx}\)
যোগজীকরণের সূত্র
\(\int{e^{ax}\cos{bx}dx}=\frac{e^{ax}}{a^2+b^2}(a\cos{bx}+b\sin{bx})+c\)
\(\sqrt{x^2-a^2}\) এর যোগজীকরণ
Integration of \(\sqrt{x^2-a^2}\)
যোগজীকরণের সূত্র
\(\int{\sqrt{x^2-a^2}dx}=\frac{x\sqrt{x^2-a^2}}{2}-\frac{a^2}{2}\ln{|x+\sqrt{x^2-a^2}|}+c\)
\(\sqrt{x^2+a^2}\) এর যোগজীকরণ
Integration of \(\sqrt{x^2+a^2}\)
যোগজীকরণের সূত্র
\(\int{\sqrt{x^2+a^2}dx}=\frac{x\sqrt{x^2+a^2}}{2}+\frac{a^2}{2}\ln{|x+\sqrt{x^2+a^2}|}+c\)
\(e^x\{f(x)+f^{\prime}(x)\}\) এর যোগজীকরণ
Integration of \(e^x\{f(x)+f^{\prime}(x)\}\)
যোগজীকরণের সূত্র
\(\int{e^x\{f(x)+f^{\prime}(x)\}dx}=e^xf(x)+c\)
\(e^{ax}\{af(x)+f^{\prime}(x)\}\) এর যোগজীকরণ
Integration of \(e^{ax}\{af(x)+f^{\prime}(x)\}\)
যোগজীকরণের সূত্র
\(\int{e^{ax}\{af(x)+f^{\prime}(x)\}dx}=e^{ax}f(x)+c\)
উদাহরণসমুহ
\(Ex.(1)\) \(\int{x^2\ln{|x|}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{9}x^3\left(3\ln{|x|}-1\right)+c\)

\(Ex.(2)\) \(\int{e^x\sin{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{2}e^x(\sin{x}-\cos{x})+c\)
রাঃ,দিঃ ২০১৪; ঢঃ ২০১২,২০১২; কুঃ ২০১৩,২০০৮,২০০৩; মাঃ ২০০৯

\(Ex.(3)\) \(\int{\sec^3{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{2}\left(\sec{x}+\ln{\left|\sec{x}+\tan{x}\right|}\right)+c\)

\(Ex.(4)\) \(\int{e^x\left(\ln{|x|}+\frac{1}{x}\right)dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(e^x\ln{|x|}+c\)

\(Ex.(5)\) \(\int{xe^xdx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(e^x(x-1)+c\)

\(Ex.(6)\) \(\int{x\cos{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(x\sin{x}+\cos{x}+c\)

\(Ex.(7)\) \(\int{x\ln{|x|}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{4}x^2(2\ln{|x|}-1)+c\)

\(Ex.(8)\) \(\int{x\tan^{-1}{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{2}(x^2\tan^{-1}{x}+\tan^{-1}{x}-x)+c\)

\(Ex.(9)\) \(\int{e^x(\cos{x}+\sin{x})dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(e^x\sin{x}+c\)

\(Ex.(10)\) \(\int{x^3\sin{2x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{16}(12x^2\sin{2x}+6x\cos{x}-8x^3\cos{2x}-3\sin{2x})+c\)

Read Example
Q.1-এর সংক্ষিপ্ত প্রশ্নসমূহ
\(Q.1.(i)\) \(\int{x\sin{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\sin{x}-x\cos{x}+c\)

\(Q.1.(ii)\) \(\int{x\cos{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(x\sin{x}+\cos{x}+c\)

\(Q.1.(iii)\) \(\int{x\sin{3x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{9}\sin{3x}-\frac{1}{3}x\cos{3x}+c\)

\(Q.1.(iv)\) \(\int{x^2\sin{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(2x\sin{x}+2\cos{x}-x^2\cos{x}+c\)

\(Q.1.(v)\) \(\int{x^3\sin{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(3x^2\sin{x}+6x\cos{x}-x^3\cos{x}-6\sin{x}+c\)

\(Q.1.(vi)\) \(\int{xe^{-x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(-(x+1)e^{-x}+c\)

\(Q.1.(vii)\) \(\int{x^3e^{2x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{8}e^{2x}(4x^3-6x^2+6x-3)+c\)

\(Q.1.(viii)\) \(\int{x^2e^{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(e^{x}(x^2-2x+2)+c\)
বুয়েটঃ ২০১১-২০১২; সিঃ ২০১৩,২০০৯; কু২০০৪

\(Q.1.(ix)\) \(\int{x^2e^{-3x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(-\frac{1}{27}e^{-3x}(9x^2+6x+2)+c\)

\(Q.1.(x)\) \(\int{xe^{ax}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(-\frac{1}{a^2}e^{ax}(ax-1)+c\)

\(Q.1.(xi)\) \(\int{xe^{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(e^{x}(x-1)+c\)

\(Q.1.(xii)\) \(\int{x^3\ln{|x|}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{16}x^4(4\ln{|x|}-1)+c\)

\(Q.1.(xiii)\) \(\int{(\ln{|x|})^2dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(x(\ln{|x|})^2-2x\ln{|x|}+2x+c\)
যঃ ২০০৫,২০০৭

\(Q.1.(xiv)\) \(\int{\frac{\ln{|x|}}{x^2}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(-\frac{1}{x}\ln{|xe|}+c\)

\(Q.1.(xv)\) \(\int{\ln{|x|}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(x(\ln{|x|}-1)+c\)
ঢাঃ ২০১৭; কুঃ ২০১৭,২০০৬; চঃ ২০০৮,২০০৪; বঃ ২০০৪

\(Q.1.(xvi)\) \(\int{x\ln{|x|}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{4}x^2(2\ln{|x|}-1)+c\)

\(Q.1.(xvii)\) \(\int{x^2(\ln{|x|})^2dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{27}x^3\{9(\ln{|x|})^2-6\ln{|x|}+2\}+c\)
বুয়েটঃ ২০০৫-২০০৬

\(Q.1.(xviii)\) \(\int{x\sqrt{1+x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{2}{3}x(1+x)^{\frac{3}{2}}-\frac{4}{15}(1+x)^{\frac{5}{2}}+c\)

\(Q.1.(xix)\) \(\int{x\sin{2x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{4}(\sin{2x}-2x\cos{2x})+c\)

\(Q.1.(xx)\) \(\int{x^2\cos{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(x^2\sin{x}+2x\cos{x}-2\sin{x}+c\)

\(Q.1.(xxi)\) \(\int{x(\ln{|x|})^2dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{4}x^2\{2(\ln{|x|})^2-2\ln{|x|}+1\}+c\)

\(Q.1.(xxii)\) \(\int{\frac{\ln{(\ln{|x|})}}{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\ln{|x|}\{\ln{(\ln{|x|})}-1\}+c\)

\(Q.1.(xxiii)\) \(\int{\frac{x}{\cos^2{x}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(x\tan{x}-\ln{|\sec{x}|}+c\)

\(Q.1.(xxiv)\) \(\int{x\sec{x}\tan{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(x\sec{x}-\ln{|\sec{x}+\tan{x}|}+c\)

\(Q.1.(xxv)\) \(\int{\frac{x}{\sin^2{x}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(-x\cot{x}+\ln{|\sin{x}|}+c\)

\(Q.1.(xxvi)\) \(\int{x\cos^3{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{3}{4}(x\sin{x}+\cos{x})+\frac{1}{36}(3x\sin{3x}+\cos{3x})+c\)

\(Q.1.(xxvii)\) \(\int{xe^{ax}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{a^2}e^{ax}(ax-1)+c\)

Read Short Question
Q.2-এর বর্ণনামূলক প্রশ্নসমূহ
\(Q.2.(i)\) \(\int{\cos^{-1}{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(x\cos^{-1}{x}-\sqrt{1-x^2}+c\)
রাঃ ২০১০; যঃ ২০০৮; চঃ ২০০৭; কুঃ ২০০৫

\(Q.2.(ii)\) \(\int{\sin^{-1}{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(x\sin^{-1}{x}+\sqrt{1-x^2}+c\)
যঃ ২০১০; সিঃ ২০০৩

\(Q.2.(iii)\) \(\int{x\tan^{-1}{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{2}(x^2+1)\tan^{-1}{x}-\frac{1}{2}x+c\)
দিঃ ২০১১; কুঃ ২০১০; সিঃ ২০০৮,২০০৪; রাঃ ২০০৬; যঃ ২০০৬,২০০১; বঃ ২০০২; মাঃ ২০০৮

\(Q.2.(iv)\) \(\int{x\sin^{-1}{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{2}x^2\sin^{-1}{x}+\frac{1}{4}x\sqrt{1-x^2}-\frac{1}{4}\sin^{-1}{x}+c\)
ঢাঃ ২০০৭; মাঃ ২০০৬,২০০৩,২০০২

\(Q.2.(v)\) \(\int{x \ cosec^{-1}{\frac{1}{x}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{2}x^2\sin^{-1}{x}+\frac{1}{4}x\sqrt{1-x^2}-\frac{1}{4}\sin^{-1}{x}+c\)
চঃ ২০১৭

\(Q.2.(vi)\) \(\int{mx\sin^{-1}{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(m\left(\frac{1}{2}x^2\sin^{-1}{x}+\frac{1}{4}x\sqrt{1-x^2}-\frac{1}{4}\sin^{-1}{x}\right)+c\)
দিঃ ২০১৭

\(Q.2.(vii)\) \(\int{\tan^{-1}{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(x\tan^{-1}{x}-\frac{1}{2}\ln{|1+x^2|}+c\)
ঢাঃ ২০০৪; কুঃ ২০০২

\(Q.2.(viii)\) \(\int{\tan^{-1}{\frac{x}{5}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(x\tan^{-1}{\frac{x}{5}}-\frac{5}{2}\ln{|x^2+25|}+c\)
বঃ ২০১৭

\(Q.2.(ix)\) \(\int{e^{2x}\cos{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{5}e^{2x}(2\cos{x}+\sin{x})+c\)

\(Q.2.(x)\) \(\int{e^{2x}\sin{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{5}e^{2x}(2\sin{x}-\cos{x})+c\)
সিঃ ২০০২

\(Q.2.(xi)\) \(\int{e^{x}\sin{2x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{5}e^{x}(\sin{2x}-2\cos{2x})+c\)
সিঃ ২০১০; রাঃ,দিঃ ২০০৯

\(Q.2.(xii)\) \(\int{e^{x}\cos{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{2}e^{x}(\cos{x}+\sin{x})+c\)
ঢাঃ ২০১০; মাঃ ২০১৩; বুয়েটঃ ২০০৪,২০০৬

\(Q.2.(xiii)\) \(\int{e^{x}\sin{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{2}e^{x}(\sin{x}-\cos{x})+c\)
দিঃ,রাঃ ২০১৪; কুঃ ২০১৩,২০০৮; মাঃ ২০০৯; ঢাঃ ২০০৮,২০০৩

\(Q.2.(xiv)\) \(\int{e^{ax}\sin{bx}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{e^{ax}(a\cos{bx}+b\sin{bx})}{a^2+b^2}+c\)
রাঃ ২০০৬; ঢাঃ ২০০৫

\(Q.2.(xv)\) \(\int{x\cos^2{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{8}(2x^2+2x\sin{2x}+\cos{2x})+c\)
সিঃ ২০০৭

\(Q.2.(xvi)\) \(\int{x\sin^2{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{8}(2x^2-2x\sin{2x}-\cos{2x})+c\)
কুয়েটঃ ২০০৫-২০০৬

\(Q.2.(xvii)\) \(\int{x\sin{x}\cos{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{8}(\sin{2x}-2x\cos{2x})+c\)

\(Q.2.(xviii)\) \(\int{x\sin^3{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{36}(27\sin{x}+3x\cos{3x}-27x\cos{x}-\sin{3x})+c\)

\(Q.2.(xix)\) \(\int{x\sin^2{\left(\frac{x}{2}\right)}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{4}(x^2-2x\sin{2x}-2\cos{2x})+c\)

\(Q.2.(xx)\) \(\int{x\cos{2x}\cos{3x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{50}(25x\sin{x}+25\cos{x}+5x\sin{5x}+\cos{5x})+c\)

\(Q.2.(xxi)\) \(\int{x\sin{x}\sin{2x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{18}(9x\sin{x}+9\cos{x}-3x\sin{3x}-\cos{3x})+c\)

\(Q.2.(xxii)\) \(\int{x^2\cos^2{\left(\frac{x}{2}\right)}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{6}(x^3+3x^2\sin{x}+6x\cos{x}-6\sin{x})+c\)

Read Board Question2
Q.3-এর বর্ণনামূলক প্রশ্নসমূহ
\(Q.3.(i)\) \(\int{x\tan^2{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(x\tan{x}+\ln{|\cos{x}|}-\frac{1}{2}x^2+c\)
রাঃ ২০০৫; সিঃ ২০০৫; ঢাঃ ২০০২

\(Q.3.(ii)\) \(\int{x\sec^2{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(x\tan{x}+\ln{|\cos{x}|}+c\)
চঃ ২০১৪

\(Q.3.(iii)\) \(\int{x\tan^{-1}{(x^2)}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{4}(2x^2\tan^{-1}{x^2}-\ln{|1+x^4|})+c\)

\(Q.3.(iv)\) \(\int{x\sin^{-1}{(x^2)}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{2}(x^2\sin^{-1}{(x^2)}+\sqrt{1-x^4})+c\)

\(Q.3.(v)\) \(\int{\cos^{-1}{\left(\frac{1-x^2}{1+x^2}\right)}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(2x\tan^{-1}{x}-\ln{|(1+x^2)|}+c\)

\(Q.3.(vi)\) \(\int{\sin^{-1}{\left(\frac{2x}{1+x^2}\right)}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(2x\tan^{-1}{x}-\frac{1}{2}\ln{|(1+x^2)|}+c\)

\(Q.3.(vii)\) \(\int{\tan^{-1}{\left(\frac{2x}{1-x^2}\right)}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর। উত্তরঃ \(2x\tan^{-1}{x}-\frac{1}{2}\ln{|(1+x^2)|}+c\)

\(Q.3.(viii)\) \(\int{\sin^{-1}{\sqrt{\frac{x}{a+x}}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \((a+x)\tan^{-1}{\left(\sqrt{\frac{x}{a}}\right)}-\sqrt{(ax)}+c\)
বুয়েটঃ ২০১১-২০১২

\(Q.3.(ix)\) \(\int{\tan^{-1}{\sqrt{\frac{1-x}{1+x}}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{2}(x\cos^{-1}{x}-\sqrt{1-x^2})+c\)

\(Q.3.(x)\) \(\int{\cos^{-1}{\sqrt{x}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(x\cos^{-1}{\sqrt{x}}+\frac{1}{2}\sin^{-1}{\sqrt{x}}-\frac{\sqrt{x(1-x)}}{2}+c\)

\(Q.3.(xi)\) \(\int{\sin^{-1}{\sqrt{x}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\left(x-\frac{1}{2}\right)\sin^{-1}{\sqrt{x}}+\frac{1}{2}\sqrt{x(1-x)}+c\)

\(Q.3.(xii)\) \(\int{\tan^{-1}{\sqrt{x}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\left(x+1\right)\tan^{-1}{\sqrt{x}}-\sqrt{x}+c\)

\(Q.3.(xiii)\) \(\int{\sec^{-1}{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(x\sec^{-1}{x}-\ln{|x+\sqrt{x^2-1}|}+c\)

\(Q.3.(xiv)\) \(\int{x^3e^{x^2}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{2}e^{x^2}(x^2-1)+c\)

\(Q.3.(xv)\) \(\int{e^{2t}\cos{\left(e^{t}\right)}dt}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(e^{t}\sin{\left(e^{t}\right)}+\cos{\left(e^{t}\right)}+c\)

\(Q.3.(xvi)\) \(\int{y\sin^{-1}{(y^2)}dy}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{2}\left\{y^2\sin^{-1}{(y^2)}+\sqrt{1-y^4}\right\}+c\)
রাঃ ২০০৬; ঢাঃ ২০০৫

\(Q.3.(xvii)\) \(\int{\frac{\ln{|\sec^{-1}{x}|}}{x\sqrt{x^2-1}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\sec^{-1}{x}(\ln{|\sec^{-1}{x}|}-1)+c\)
ঢাঃ ২০০৮

\(Q.3.(xviii)\) \(\int{e^{x}(\sin{x}+\cos{x})dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(e^{x}\sin{x}+c\)
সিঃ ২০১১,২০০৫; ঢাঃ ২০১০; বঃ ২০০৬; কুঃ ২০০০

\(Q.3.(xix)\) \(\int{\frac{e^{x}}{x}(1+x\ln{|x|})dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(e^{x}\ln{|x|}+c\)
যঃ ২০০৭; বঃ ২০০১; কুঃ ২০০০

\(Q.3.(xx)\) \(\int{e^{x}\left\{\frac{1}{1-x}+\frac{1}{(1-x)^2}\right\}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{e^{x}}{1-x}+c\)

\(Q.3.(xxi)\) \(\int{e^{5x}\left\{5\ln{|x|}+\frac{1}{x}\right\}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(e^{5x}\ln{|x|}+c\)
চঃ ২০০৯

\(Q.3.(xxii)\) \(\int{e^{-x}\left\{\frac{1}{x}+\frac{1}{x^2}\right\}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(-\frac{e^{-x}}{x}+c\)

Read Board Question3
Q.4-এর বর্ণনামূলক প্রশ্নসমূহ
\(Q.4.(i)\) \(\int{\frac{xe^{x}}{(x+1)^2}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{e^{x}}{x+1}+c\)
ঢাঃ ২০১১; কুঃ ২০১১,২০০৯; চঃ ২০১১,২০০৫,২০০৪

\(Q.4.(ii)\) \(\int{e^{x}(\tan{x}-\ln{|\cos{x}|})dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(-e^{x}\ln{|\cos{x}|}+c\)
কুঃ ২০০৩

\(Q.4.(iii)\) \(\int{cosec^3{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{2}\left\{\ln{\left|\tan{\left(\frac{x}{2}\right)}\right|}-cosec \ {x}\cot{x}\right\}+c\)
কুঃ ২০০২

\(Q.4.(iv)\) \(\int{\sin{(\ln{|x|})}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{2}x\{\sin{(\ln{|x|})}-\cos{(\ln{|x|})}\}+c\)

\(Q.4.(v)\) \(\int{\frac{e^{x}(x^2+1)}{(x+1)^2}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{e^{x}(x-1)}{x+1}+c\)
কুয়েটঃ ২০০৪-২০০৫

\(Q.4.(vi)\) \(\int{x\sec^2{3x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{9}(3x\tan{3x}-\ln{|\sec{3x}|})+c\)

\(Q.4.(vii)\) \(\int{x\tan^2{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(x\tan{x}-\ln{|\sec{x}|}-\frac{1}{2}x^2+c\)
রাঃ, সিঃ ২০০৫

\(Q.4.(viii)\) \(\int{e^{-3x}\cos{4x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{25}e^{-3x}(4\sin{4x}-3\cos{4x})+c\)

\(Q.4.(ix)\) \(\int{\log_{10}{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(x\log_{10}{x}-x\log_{10}{e}+c\)

\(Q.4.(x)\) \(\int{e^{-2x}\left(\frac{1}{x}-2\ln{|x|}\right)dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(e^{-2x}\ln{|x|}+c\)

\(Q.4.(xi)\) \(\int{\{\sin{(\ln{|x|})}+\cos{(\ln{|x|})}\}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(x\sin{(\ln{|x|})}+c\)

\(Q.4.(xii)\) \(\int{e^x\{\ln{|\sec{x}+\tan{x}|}+\sec{x}\}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(e^x\ln{|\sec{x}+\tan{x}|}+c\)

\(Q.4.(xiii)\) \(\int{e^x\left\{(\ln{|x|})^2+\frac{2}{x}\ln{|x|}\right\}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(e^x(\ln{|x|})^2+c\)

\(Q.4.(xiv)\) \(\int{e^x\left\{\tan^{-1}{x}+\frac{1}{1+x^2}\right\}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(e^x\tan^{-1}{x}+c\)

\(Q.4.(xv)\) \(\int{e^x\left\{\frac{1}{\ln{|x|}}-\frac{1}{x(\ln{x})^2}\right\}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{e^x}{\ln{|x|}}+c\)

\(Q.4.(xvi)\) \(\int{e^x\left(\frac{2+\sin{2x}}{1+\cos{2x}}\right)dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(e^x\tan{x}+c\)

\(Q.4.(xvii)\) \(\int{e^x\left(\frac{1+\sin{x}}{1+\cos{x}}\right)dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(e^x\tan{\left(\frac{x}{2}\right)}+c\)
বুয়েটঃ ২০১-২০১৩

\(Q.4.(xviii)\) \(\int{e^{2x}\cos{\left(e^{x}\right)}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(e^{x}\sin{\left(e^{x}\right)}+\cos{\left(e^{x}\right)}+c\)

\(Q.4.(xix)\) \(\int{e^{x}\frac{x+1}{(x+2)^2}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{e^{x}}{x+2}+c\)

\(Q.4.(xx)\) \(\int{x^n\ln{|x|}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{x^{n+1}\ln{|x|}}{n+1}-\frac{x^{n+1}}{(n+1)^2}+c\)

\(Q.4.(xxi)\) \(\int{e^{x}\sec{x}(1+\tan{x})dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(e^{x}\sec{x}+c\)
যঃ ২০১১; রাঃ ২০০৩

Read Board Question4
Q.5-এর সৃজনশীল প্রশ্নসমূহ
Read Creative Question
ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
Read Admission Question

Read More

Post List

Mathematics

Geometry 11 and 12 standard
Algebra 11 and 12 standard
Trigonometry 11 and 12 standard
Diff. Calculus 11 and 12 standard
Int. Calculus 11 and 12 standard
Geometry Honours course standard
Vector 11 and 12 standard
Vector Honours course standard
Algebra 9 and 10 standard
    Coming Soon !

Chemistry